আমাদের সম্পর্কে
সনাতন বিদ্যার্থী সংসদ
আদর্শঃ
১. ‘সনাতন বিদ্যার্থী সংসদ (এস.ভি.এস)’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ধর্মীয়-সামাজিক
সংগঠন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বতন্ত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন।
২. সনাতন ধর্মীয় বিভিন্ন দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল বিদ্যার্থীর সংগঠন।
৩. সনাতন ধর্মাবলম্বী সকলের জন্য “এক ধর্ম-সনাতন, এক মত-বৈদিক, এক পরিচয়-হিন্দু” -এই মূলমন্ত্রে বিশ্বাস।
২. সনাতন ধর্মীয় বিভিন্ন দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল বিদ্যার্থীর সংগঠন।
৩. সনাতন ধর্মাবলম্বী সকলের জন্য “এক ধর্ম-সনাতন, এক মত-বৈদিক, এক পরিচয়-হিন্দু” -এই মূলমন্ত্রে বিশ্বাস।
লক্ষ্যঃ
১. জাতিভেদ ও বর্ণপ্রথা নির্মূলকরণ২. হিন্দু ধর্ম শিক্ষা ও সচেতনতা
৩. হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ
৪. মানবাধিকার ও সহিষ্ণুতা
৫. যুগোপযোগী সমাজ সংস্কার
৬. পরিবেশ ও প্রাণী অধিকার সংরক্ষণ
কর্মসূত্রঃ
১. আত্মোন্নয়ন২. অনুপ্রেরণা
৩. সুস্বাস্থ্য
৪. ইতিহাস শিক্ষা
৫. বৈদিক জ্ঞান
কার্যক্রমঃ
১. সাপ্তাহিক ধর্মচক্র পরিচালনা। বৈদিক শাস্ত্র অধ্যয়ন ও গবেষণা, ধ্যান, প্রার্থনা এবং বিবিধ প্রাসঙ্গিক গুরূত্বপূর্ণ বিষয়ে আলোচনা ।২. ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, ধর্মান্তরকরণ এবং অপসংস্কৃতি রোধসহ সর্বপ্রকার তথ্যবিভ্রাট দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
৩. সামাজিক সংস্কার ও একতার লক্ষ্যে ধর্মের শাস্ত্রীয় ব্যাখ্যা তুলে ধরা এবং জন্মগত বর্ণবাদ, অস্পৃশ্যতা, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নিরক্ষরতা দূরীকরণে এবং বিধবা ও তথাকথিত অসবর্ণে বিবাহে সবাইকে উৎসাহিত করা। প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা।
৪. উপযুক্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, যথাযথ দিকনির্দেশনা, আদর্শ ব্যক্তিত্ব ও ক্যারিয়ার গঠনসহ বিবিধ বিষয়ে সাহায্য করা।
৫. নিরক্ষরমুক্ত বাংলাদেশ গঠনে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা। বিভিন্ন সামাজিক ও শিক্ষমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আদর্শ ও মানবিক শিক্ষা বিস্তারের পাশাপাশি দরিদ্র ছাত্রদের খণ্ডকালীন কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৬. ‘পরামর্শ ও সাহায্য কেন্দ্র’ প্রতিষ্ঠা করে বিদ্যার্থীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা।
৭. অত্র সংসদের মুখপত্র হিসেবে পত্রিকা প্রকাশনা। প্রয়োজনীয় গ্রন্থাদি প্রকাশনা ও প্রচার করা।
৮. ধ্যান, যোগ ও চরিত্রগঠন বিষয়ে কর্মশালা আয়োজন। ‘সংস্কৃত ভাষা শিক্ষা’ ও ‘সংক্ষিপ্ত সনাতন ধর্ম শিক্ষা’ কর্মশালা আয়োজন।
আশীর্বাণীঃ
সনাতন বিদ্যার্থী সংসদের কার্যক্রম শুরু থেকেই তার লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে কার্যকর এবং উত্তরোত্তর তা আরও শক্তিশালী হয়ে গতিশীল হচ্ছে। কারণ, এর পেছনে মহান সনাতন ধর্মের শত শত মনীষীর আশীর্বাদ ও ঐশ্বরিক শক্তি সহায় আছেন।এস.ভি.এস নিম্নোক্ত মূলনীতি মেনে চলেঃ
ধর্ম রক্ষতি রক্ষিতঃ ।।
অর্থঃ যে ধর্ম রক্ষা করে, ধর্মও তাকে রক্ষা করে।
অর্থঃ যেখানে ধর্ম (ন্যায় নিষ্ঠা) আছে, সেখানে বিজয় (সাফল্য) নিশ্চিত। -মহাভারত
সংঘ শক্তি কলৌযুগে ।।
অর্থঃ কলিযুগে আমাদেরকে অবশ্যই সংঘবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন