রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

হিন্দু দের কিসের এত হীনমন্যতা???

হিন্দু দের কিসের এত হীনমন্যতা??? কিসের-ই বা এত আত্ম-সমালোচনা????? আমাদের 'শিক্ষা' আছে 'সংস্কৃতি' আছে, সমৃদ্ধ 'ইতিহাস' আছে উন্নত 'দৃষ্টিভঙ্গি' আছে, 'সবাই কে নিজের করে নেওয়া' বা 'সব মানুষের কথা ভাবা' বা 'সমগ্র মানবজাতির মঙ্গল কামনা করা' কি আজ হিন্দু দের 'দুর্বলতা'???????????

আমাদের 'বেদিক সনাতন' ধর্মে যুক্তিতর্কের যথাযথ সুযোগ দেওয়া আছে যাতে সময়ের সাথে সাথে আমরা আমাদের ধর্ম কে যেমন সবার মাঝে 'গ্রহণযোগ্য' করে তুলতে পারি ঠিক তেমনি 'যুক্তিতর্ক / বিজ্ঞান' এর সঠিক প্রয়োগ এর মাধ্যমে 'সনাতন' কে সর্বদা সমুন্নত রাখতে পারি...... তবে একটা অনুরধ 'যুক্তিতর্ক / বিজ্ঞান' এর 'অপপ্রয়োগ' করে কেউ যাতে তার 'নাস্তিকতা' কে প্রতিষ্ঠিত করতে না চায় !!!!!!!!

'মানবতা' 'মানবতা' করে করে যেসব হিন্দু আওয়াজ ভারী করে তাদেরকে বলতে চাই যে একমাত্র 'হিন্দু' ধর্ম 'সকল মানুষের' কথা বলে সমগ্র 'মানব জগত এর কল্যাণ' এর জন্য ঈশ্বর
এর কাছে প্রার্থনা করে কোন বিশেষ ধর্ম / গোষ্ঠী / সম্প্রদায় / 'UMMAH' এর কথা বলে না...... 'হিন্দু ধর্ম' আর 'মানবতা / মানব ধর্ম' আলাদা নয়। ভালভাবে নিজের ধর্ম পালন করলে ভাল 'মানুষ' এমনিতেই হওয়া যায় এর জন্য নিজের ধর্ম থেকে দূরে চলে যাবার কোন কারন নেই.......

নিজের 'হিন্দুত্ব' কে গর্বের সাথে প্রকাশ করুন 'সময় / সুযোগ / পারিপার্শ্বিকতা' বিবেচনায়। 'হিন্দু' হওয়া আমাদের জন্য 'লজ্জা' এর নয় 'পরম সৌভাগ্য' এর, হিন্দু হতে পারার জন্য 'ভগবান' এর কাছে 'কৃতজ্ঞ' থাকুন, 'সনাতন' কে নিজের ধর্ম হিসেবে পাওয়া আমাদের 'চরম গৌরব' এর ......

আমরা নিজেদের কে 'বাঙালী' ভাবী, 'ভারতীয়' ভাবী গর্বের সাথে তাহলে আমরা নিজেদের 'হিন্দু' ভাবতে কেন এত 'অপমানিত' বোধ করব?????? 'হিন্দুত্ব' কি আমাদের 'পরিচয়' এর কোনরকম 'সংজ্ঞা - বাহী' নয়???????????

'বেদ' পড়ুন 'গীতা' পড়ুন, নিজে পরুন আর আশেপাশের হিন্দু ভাই - বোন - বন্ধু দের পড়তে উৎসাহী করে তুলুন, জানবেন পাসের হিন্দু কে 'ধর্ম - মুখী' করাও আপনার 'ধর্মীয় দায়িত্ব' এর মধ্যে পড়ে। শুদু নিজে ধর্মের পথ অনুসরন যথেষ্ট নয়, নিজের সাথে সাথে সবাই কেও ধর্মের পথে আনা আমাদরে।সব হিন্দু দের আবশ্যিক 'নৈতিক কর্তব্য'।

আবারও, হিন্দু দের 'শিক্ষা' আছে 'সংস্কৃতি' আছে, সমৃদ্ধ 'ইতিহাস' আছে উন্নত 'দৃষ্টিভঙ্গি' আছে যা নেই তা হল 'ধর্ম - মনস্কতা', আসুন আমরা ধর্মের পথে আমাদের জয়যাত্রা কে ভবিষ্যৎ দিকনির্দেশনায় সুনিশ্চিত করি এবং পরবর্তী হিন্দু প্রজন্মের কাছে 'বিজ্ঞান - সম্মত' 'বাস্তবভিত্তিক' 'সময় - উপজুগি' ধর্ম উপহার দেই যেখানে থাকবে না কোন 'কাল্পনিক উপমা' থাকবে না কোন 'রম্য-রস-কাহিনি' থাকবে না কোন 'অবাস্তবিক চরিত্র' থাকবে না কোন 'অস্থিতিশীল কল্পকথা' এর অবতারনা...থাকবে শুদুই 'ধর্ম', 'ঈশ্বর' আর 'ধর্মীয় অনুশাসন'......

গর্বের সাথে বল 'আমি হিন্দু'......ভগবান সব হিন্দু দের 'ধর্ম - অভিমুখী' করো............(পুরোটা পড়বার অনুরধ রইল সব হিন্দু ভাইবন দের প্রতি...)...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন