মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী
কর্তৃক বাঙালী নিধনে গণহত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর বিবরণের অংশবিশেষ,
"কুমিল্লার অফিসার্স মেসে ৯ম ডিভিশনের সদর দপ্তরের কর্নেল নাইম আমাকে বলে,
'হিন্দুরা তাদের টাকা দিয়ে মুসলমান জনসাধারণকে পুরোপুরি কুরে কুরে খেয়ে
ফেলেছে। তারা প্রদেশটির রক্ত শুষে নিয়ে সেটিকে সাদা করে ফেলেছে। এখানকার
টাকা, খাদ্যশস্য এবং অন্যান্য উৎপন্ন ভারতীয় সীমান্তের ওপারে নিয়ে যাওয়া
হয়েছ
ে। অনেক ক্ষেত্রে স্কুল কলেজগুলোর
শিক্ষক কর্মচারীদের অর্ধেকেরও বেশি হিন্দু এবং তারা তাদের ছেলেমেয়েকে
শিক্ষাদীক্ষা গ্রহণের জন্য কলকাতায় পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা এমন পর্যায়ে
পৌঁছেছে যে, সেখানে বাঙ্গালী সংস্কৃতি কার্যত হিন্দু সংস্কৃতির নামান্তর
মাত্র। আর পূর্ব পাকিস্তান দৃশ্যত কলকাতার মাড়োয়ারি ব্যবসায়ীদের
নিয়ন্ত্রণে। এখানকার জনসাধারণের সম্পদ ও তাদের বিশ্বাস পুনরুদ্ধার করতে
আমাদেরকে ঐ সব হিন্দুদের খুঁজে বের করে নির্মূল করতে হচ্ছে'।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন