শনিবার, ১০ নভেম্বর, ২০১২

দ্বারকা নগরীর সন্ধানলাভ -



সমুদ্রের নিচে শ্রীকৃষ্ণের লীলা স্থানেরসন্ধান লাভ:
দুষ্টের দমন আর শিষ্টের পালন”- এই মহান ব্রত নিয়েই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর অরাজকতা, অশান্তিকে দুর করে
তিনি শান্তির বাণী শুনিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রাকৃতিক অলৌকিক শক্তির অধিকারি১৯৮৩ সাল থেকে ভারতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি মাধ্যমে মেরিন আরকিওল
জি টিম নিযুক্ত থেকে বর্তমানে তারা ভারতের উপকূলবর্তী গুজরাট এর দ্বারকা(নতুন) সমুদ্র তীর থেকে অনেক দূরে সমুদ্রের জলের নিচে পৌরাণিক শহর দ্বারকা রাজ্য অনুসন্ধান পায়
শক্তিশালী প্রত্নতাত্ত্বিক সমর্থিত দ্বারকা রাজ্যভারতের সবচেয়ে সম্মানিত এক আরকিওলজিস্ট Dr. S R Rao এর নেত্রিতে কাজতি পরিচালনা করা হয়
300 খ্রিস্টপূর্বাব্দে শ্রী কৃষ্ণের এবং বলরামের স্মৃতি বিজরিত এবং তাদের বংশ এবং একটি মন্দির দেহাবশেষের ছারও শ্রী কৃষ্ণের পুত্রদের নাম খুদাই করা কিছু শিলা পাথরের অনুসন্ধান পাওয়া যায়কংসকে হত্যা করবার পর কৃষ্ণ মথুরার রাজা হলেনএদিকে জরাসন্ধ কৃষ্ণের বিরূদ্ধে তাঁর জামাতাকে হত্যা করবার অপরাধে প্রতিহিংসা নেবার জন্য উঠে পড়ে লাগলেন এবং বারবার মথুরা আক্রমণ করতেলাগলেন
মথুরা রাজ্য সমতল ভূমিতে থাকায় জরাসন্ধ অতি সহজেই শ্রী কৃষ্ণের রাজ্য চারিদিক থেকে ঘিরে আক্রমন করতে পারতেনআঠারো বার ব্যর্থ হওয়ার পর জরাসন্ধ কালযবন নামে একজন মহাশক্তিশালী রাজার সাহায্য নিয়ে মথুরা আক্রমণ করতে এগোলেনতাই কৃষ্ণ যখন সংবাদ পেলেন যে জরাসন্ধ এবার আর একা নন, কালযবন আসছেন তাঁর সঙ্গে মথুরা আক্রমণ করতেকৃষ্ণ এবং তার সেনারা মিলে সিধান্ত নিলেন এমন এক জায়গায় রাজ্য বানাতে হবে যেটা থাকবে নদীর তীরেতখন তিনি রণে ভঙ্গ দিয়ে মথুরা ছেড়ে দ্বারকায় চলে যাওয়াই সুবিবেচনা মনে করলেন
কৃষ্ণের প্রথম জীবন মথুরায় কাটলেও শেষ জীবন কেটেছে দ্বারকায়দ্বারকা পবিত্র স্থান
এখানে গোমতী গঙ্গা সমুদ্রে এসে মিলিত হয়েছেনগোমতীর তীরে দ্বারকার প্রাচীন শহরে আছে রণছোড়জীকৃষ্ণের বিখ্যাত মন্দিরটি
ছাপ্পান্নটি সিঁড়ি ভেঙ্গে উপরে উঠলে মন্দিরের স্বর্গদ্বারশহরের দিকে মন্দিরের সিংহদ্বারের নাম মোক্ষদ্বারএই মন্দিরের মত এত ভারী ভারী রূপার দরজা খুব কম মন্দিরেই আছেমন্দিরের প্রাঙ্গনে কৃষ্ণের আত্মীয় বর্গের সঙ্গে সঙ্গে শ্রীরাধার মন্দিরও আছেআর আছে মন্দিরের সংলগ্ন ক্ষেত্রেশঙ্করাচার্য্য স্থাপিত সারদা মঠ

Photo: Darwaka
Let's Say- Hare Krishna

তথ্যসূত্রঃ
| http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M

|http://www.abovetopsecret.com/forum/thread657629/pg1

|http://img844.imageshack.us/img844/6476

Courtesy:Hindu Mohajote
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন