সমুদ্রের নিচে শ্রীকৃষ্ণের লীলা স্থানেরসন্ধান লাভ: “দুষ্টের দমন আর শিষ্টের পালন”-
এই মহান ব্রত নিয়েই ভাদ্র মাসেরশুক্লপক্ষের
অষ্টমী তিথিতে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ।পৃথিবীর
অরাজকতা, অশান্তিকে দুর করে তিনি শান্তির বাণী শুনিয়েছেন।ভগবান
শ্রীকৃষ্ণ প্রাকৃতিক অলৌকিক শক্তির অধিকারি। ১৯৮৩
সাল থেকে ভারতীয়ন্যাশনাল ইনস্টিটিউট অফ
ওশিয়ানোগ্রাফি মাধ্যমে মেরিন আরকিওল
জি
টিম নিযুক্ত থেকে বর্তমানে তারা ভারতের উপকূলবর্তী গুজরাট এরদ্বারকা(নতুন)
সমুদ্র তীর থেকে অনেক দূরে সমুদ্রের জলের নিচে পৌরাণিক শহরদ্বারকা
রাজ্য অনুসন্ধান পায়। শক্তিশালী
প্রত্নতাত্ত্বিক সমর্থিতদ্বারকা রাজ্য। ভারতের সবচেয়ে সম্মানিত এক আরকিওলজিস্ট Dr. S R Rao এরনেত্রিতে
কাজতি পরিচালনা করা হয়।
300 খ্রিস্টপূর্বাব্দে
শ্রী কৃষ্ণেরএবং
বলরামের স্মৃতি বিজরিত এবং তাদের বংশ এবং একটি মন্দির দেহাবশেষের ছারওশ্রী কৃষ্ণের
পুত্রদের নাম খুদাই করা কিছু শিলা পাথরের অনুসন্ধান পাওয়াযায়। কংসকে হত্যা
করবার পর কৃষ্ণ মথুরার রাজা হলেন। এদিকে জরাসন্ধ কৃষ্ণেরবিরূদ্ধে তাঁর জামাতাকে হত্যা করবার
অপরাধে প্রতিহিংসা নেবার জন্য উঠেপড়ে লাগলেন এবং বারবার মথুরা আক্রমণ
করতেলাগলেন। মথুরা
রাজ্য সমতলভূমিতে
থাকায় জরাসন্ধ অতি সহজেই শ্রী কৃষ্ণের রাজ্য চারিদিক থেকে ঘিরেআক্রমন করতে
পারতেন। আঠারো বার
ব্যর্থ হওয়ার পর জরাসন্ধ কালযবন নামে একজনমহাশক্তিশালী রাজার সাহায্য নিয়ে মথুরা
আক্রমণ করতে এগোলেন। তাই
কৃষ্ণ যখনসংবাদ
পেলেন যে জরাসন্ধ এবার আর একা নন, কালযবন আসছেন তাঁর সঙ্গে মথুরাআক্রমণ করতে। কৃষ্ণ এবং
তার সেনারা মিলে সিধান্ত নিলেন এমন এক জায়গায়রাজ্য বানাতে হবে যেটা থাকবে
নদীর তীরে।
তখন
তিনি রণে ভঙ্গ দিয়ে মথুরাছেড়ে দ্বারকায় চলে যাওয়াই সুবিবেচনা মনে করলেন। কৃষ্ণের
প্রথম জীবন মথুরায় কাটলেও শেষ জীবন কেটেছে দ্বারকায়। দ্বারকা
পবিত্র স্থান। এখানে
গোমতী গঙ্গা সমুদ্রে এসে মিলিত হয়েছেন। গোমতীর তীরে দ্বারকার প্রাচীন শহরে আছে “রণছোড়জী”
কৃষ্ণের
বিখ্যাত মন্দিরটি। ছাপ্পান্নটি
সিঁড়ি ভেঙ্গে উপরে উঠলে মন্দিরের স্বর্গদ্বার। শহরের দিকেমন্দিরের
সিংহদ্বারের নাম মোক্ষদ্বার। এই মন্দিরের মত এত ভারী ভারী রূপারদরজা খুব কম
মন্দিরেই আছে। মন্দিরের
প্রাঙ্গনে কৃষ্ণের আত্মীয় বর্গেরসঙ্গে সঙ্গে শ্রীরাধার মন্দিরও আছে। আর আছে
মন্দিরের সংলগ্নক্ষেত্রেশঙ্করাচার্য্য স্থাপিত সারদা মঠ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন