শনিবার, ১০ নভেম্বর, ২০১২

রামায়ন-এর বৈজ্ঞানিক প্রমান(পর্ব -১)

রামায়নের কাহিনী কার না জানা ,সবাই কম বেশ জানেন । রামায়ন নিয়ে বাংলায় অনেক প্রবাদ ও আছে । রামায়নে আজ থেকে অনেক বছর আগে এই সেতু সম্পর্কে বলা হয়েছিল ।
সেই সেতুর কথা মনে আছে যেখান দিয়ে রাম পার হয়েছিলেন উত্ত

াল সমুদ্র ।সেই সেতুর চিহ্ন এখনো মুছে যায়নি । আজ এই একুশ শতকে এসে আমরা খুঁজে পেয়েছি সেই রাম সেতু । নাসার বিজ্ঞানীরা এটি ইতিমধ্যেই প্রমান করেছেন ।এই সেতু ভারত
এবং শ্রীলংকার মাঝে তৈরিকৃত একসেতু যাকে কেউ মনে করে আদম এর সেতু । তারা মনে করে আদম নাকি এই সেতু বানিয়ে পাড়ি দিয়েছিল ভারত মহাসাগর । কথা হল তাহলে কেন অন্য কোন সাগর মহাসাগরে এরকম কোন সেতু নাই । এর উত্তর কারো কাছেই নাই । এর সহজ উত্তর হল আদমের সেতু নামে যে সেতু এখানে আছে এই সেতু শ্রীরাম চন্দ্রের বানানো সেই সেতু ।আসুন দেখে মুগ্ধহই সেই সেতু ।
Courtesy: Sanatan scripture
পরবর্তী পোষ্টে দেখতে পাবেন সেই আশ্চর্যকর ভাসমান পাথর যা দিয়ে এই সেতু বানানো হয়েছিল ।
চলবে . . .
আরো জানতে Google এ সার্চ করবেন 'Ram setu' লিখে ।

বিঃদ্রঃ আপনাদের সুবিধার জন্য আমরা পর্ব করে লিখে । তা না হলে অনেকেই বিরক্ত হন অনেকেই আবার আনলাইক দিয়ে বের হয়ে যান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন