ভাগবতের আলোকে সূর্য (Vedic Concept Of Sun)
সূর্যের ব্যাস ও দূরত্ব (Diameter & Distance of Sun)
ভাগবতে বর্ণনা করা হয়েছে সূর্য পৃথিবী থেকে ১ কোটি যোজন বা ৮ কোটি মাইল দূরে অবস্থিত ।
সূর্যের ব্যাস ----
যদদস্তরণের্মন্ডলং প্রতপতস্তদ্বিস্তদ্বিস্তরতো যোজনাযুতমাচক্ষতে
দ্বাদশসহস্রং সোমস্য ত্রয়োদশসহস্রং রাহোর্যঃ পর্বণি তদ্ব্যবধানকৃদ্
বৈরানুবন্ধ সূর্যাচন্দ্রসাবভিধাবতি ।। (ভাগবত ৫/২৪/২)
অনুবাদ
তাপের
উৎস সূর্যমন্ডল ১০,০০০ যোজন এবং রাহুমন্ডলের বিস্তার ৩০,০০০ যোজন । পূর্বে
অমৃত বিতরণের সময়, রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করিয়া
শত্রুতা সৃষ্টি করিতে চেষ্টা করিয়াছিল । রাহু সূর্য এবং চন্দ্র উভয়েরই
প্রতি বেরীভাবাপন্ন এবং তাই সে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমাতে তাহাদের
আচ্ছাদিত করিতে চেষ্টা করে ।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, সূর্যের
ব্যাস বা বিস্তার ১০,০০০ (দশ হাজার) যোজন অর্থাৎ ৮০,০০০ (আশি হাজার) মাইল ।
সূর্যের ব্যাস বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন ৮৬,৫০০ (ছিয়াশি
হাজার পাঁচশত) মাইল ।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব -----
ভূমে র্যোজনলক্ষে তু সংস্থিতং রবিমণ্ডলম্ ।
যোজনানাং সহস্রাণি দশৈব পরিসংখ্যায় ।। (শিবপুরাণম্ ধর্মসংহিতা অধ্যায় ৩৫/২)
অনুবাদ
ভূমি হইতে শত লক্ষ যোজন দূরে রবিমন্ডল অবস্থিত যাহা পরিসংখ্যানের মাধ্যমে জানা যায় ।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, পৃথিবী হতে সূর্যের দূরত্ব ১ কোটি যোজন বা ৮ কোটি মাইল ।
বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবী হতে সূর্যের দূরত্ব ৯ কোটি ৩০ লক্ষ মাইল
প্রায় এবং সূর্যের ব্যাস পৃথিবী ব্যাসের প্রায় ১১০০ গুণ অর্থাৎ ৮৬,৫০০ মাইল
বা ১৩৯২০৪৪.৫০ কিলোমিটার । এখানে দেখা যাচ্ছে সূর্যের দূরত্ব এবং ব্যাস
বিষয়ে বিজ্ঞানীদের ধারণা ভাগবতের খুব কাছাকাছি ।
সূর্যের ব্যাস ----
যদদস্তরণের্মন্ডলং প্রতপতস্তদ্বিস্তদ্বিস্তরতো যোজনাযুতমাচক্ষতে দ্বাদশসহস্রং সোমস্য ত্রয়োদশসহস্রং রাহোর্যঃ পর্বণি তদ্ব্যবধানকৃদ্ বৈরানুবন্ধ সূর্যাচন্দ্রসাবভিধাবতি ।। (ভাগবত ৫/২৪/২)
অনুবাদ
তাপের উৎস সূর্যমন্ডল ১০,০০০ যোজন এবং রাহুমন্ডলের বিস্তার ৩০,০০০ যোজন । পূর্বে অমৃত বিতরণের সময়, রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করিয়া শত্রুতা সৃষ্টি করিতে চেষ্টা করিয়াছিল । রাহু সূর্য এবং চন্দ্র উভয়েরই প্রতি বেরীভাবাপন্ন এবং তাই সে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমাতে তাহাদের আচ্ছাদিত করিতে চেষ্টা করে ।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, সূর্যের ব্যাস বা বিস্তার ১০,০০০ (দশ হাজার) যোজন অর্থাৎ ৮০,০০০ (আশি হাজার) মাইল । সূর্যের ব্যাস বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন ৮৬,৫০০ (ছিয়াশি হাজার পাঁচশত) মাইল ।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব -----
ভূমে র্যোজনলক্ষে তু সংস্থিতং রবিমণ্ডলম্ ।
যোজনানাং সহস্রাণি দশৈব পরিসংখ্যায় ।। (শিবপুরাণম্ ধর্মসংহিতা অধ্যায় ৩৫/২)
অনুবাদ
ভূমি হইতে শত লক্ষ যোজন দূরে রবিমন্ডল অবস্থিত যাহা পরিসংখ্যানের মাধ্যমে জানা যায় ।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, পৃথিবী হতে সূর্যের দূরত্ব ১ কোটি যোজন বা ৮ কোটি মাইল ।
বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবী হতে সূর্যের দূরত্ব ৯ কোটি ৩০ লক্ষ মাইল প্রায় এবং সূর্যের ব্যাস পৃথিবী ব্যাসের প্রায় ১১০০ গুণ অর্থাৎ ৮৬,৫০০ মাইল বা ১৩৯২০৪৪.৫০ কিলোমিটার । এখানে দেখা যাচ্ছে সূর্যের দূরত্ব এবং ব্যাস বিষয়ে বিজ্ঞানীদের ধারণা ভাগবতের খুব কাছাকাছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন