সোমবার, ৫ নভেম্বর, ২০১২

নিজ ধর্মকে নিজে সম্মান করুন তাহলে অন্যরাও সম্মান করবে

শুধু দুর্গাপূজার সময়ই অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম যার যার উত্‍সব সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি হাবিজাবি কথা শুনি। ঈদে তো এগুলি শুনি না। অন্য ধর্মাবলম্বীদের উত্‍সবকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উত্‍সব বলা হয়। আর ঈদ হল জাতীয় উত্‍সব। প্রকাশ্যে হিন্দুদের অপমান করা হয়। মুসলমানরা ইসলামকে নিয়ে একটা কটুক্তিও সহ্য করতে রাজি নয়। আর কিছু কিছু হিন্দু তো নিজ ধর্মের অপমান মুখ বুজে সহ্য করে। কিছু কিছু আধুনিক আধুনিকা নিজেদের নাস্তিক বলে পরিচয়ে দিয়ে ইমেজ বাড়ায়। এভাবে বেঁচে থেকে কি লাভ? প্রতিবাদী হওয়াও ধর্মের শিক্ষা। নিজ ধর্মকে নিজে সম্মান করুন তাহলে অন্যরাও সম্মান করবে।
 
কৃতজ্ঞতায়ঃ Pritilata Waddedar
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন