উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : কলাপাড়ায় শ্রী কৃষ্ণের
রাস লীলা ও মেলা এবং কুয়াকাটায় গঙ্গা¯œান উপলক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে ঐতিহ্যবাহী কলাপাড়া শ্রী শ্রী মদন
মোহন সেবাশ্রম আঙ্গিনায় এ লক্ষ্যে একটি প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আগামী ২৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১ ডিসেম্বর শনিবার এ পাঁচ দিন রাস
লীলা ও মেলা উদ্যাপন সুষ্ঠু ভাবে পালনের লক্ষ্যে ইতোমধ্যে ২৫ সদস্য বিশিষ্ট
একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মেলা উদ্যাপন কমিটির আহবায়ক কমল কৃষ্ণ
হাওলাদারের সভাপতিত্বে এ সভায় উপস্তিত থেকে বক্তব্য রাখেন, সেবাশ্রমের
সাবেক সভাপতি অধ্যাপক ভুপেন্দ্র নাথ বিশ্বাস সেবাশ্রমের সভাপতি ও কলাপাড়া
প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওরাদার, সাধারন সম্পাদক
এড্যভোকেট নাথুরাম ভৌমিক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতুল
চন্দ্র সরকার, পরেশ পাইক, আনন্দ সুকুল, প্রশান্ত মজুমদার, সুখ রঞ্জন
তালুকদার, কার্ত্তিক চন্দ্র হাওলাদার প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন