যমের দুয়ারে পড়লো কাঁটা
ভাইকে দিলাম বোনের ফোঁটা
এভাবেই নানা ছড়ার মাঝে বড় বোন যখন ছোট ভাইয়ের কিংবা ছোট বোন যখন বড় ভাইয়ের কপালে একটি সুন্দর ফোঁটা দেয়, বড় বোন হলে ছোট ভাই তাকে প্রণাম করে তার আর্শীবাদ নিয়ে থাকে। ছোট বোন হলে বড় ভাইও ত
ভাইকে দিলাম বোনের ফোঁটা
এভাবেই নানা ছড়ার মাঝে বড় বোন যখন ছোট ভাইয়ের কিংবা ছোট বোন যখন বড় ভাইয়ের কপালে একটি সুন্দর ফোঁটা দেয়, বড় বোন হলে ছোট ভাই তাকে প্রণাম করে তার আর্শীবাদ নিয়ে থাকে। ছোট বোন হলে বড় ভাইও ত
াকে
আর্শীবাদ করে থাকেন। এছাড়া ভাইদের জন্য বোনদের নানা পুরস্কারতো রয়েছেই।
ভাই ফোঁটা সব ঘরে পালিত হয় না। কালী পূজার পরে প্রতিপদ ও দ্বিতীয়ায় ভাই
ফোঁটা শুরু হয়।
পারিবারিক এ অনুষ্ঠানটিতে কোন ধর্মীয় শ্লোক বা ধর্মীয় আভারন নেই। সম্পূর্ণ অনুষ্ঠানটি ভাইদের প্রতি বোনদের ভালবাসার বহিঃপ্রকাশ। ভাই ফোঁটার আবেদনে ভাইয়ের প্রতি বোনদের আন্তরিত ভালবাসার পূর্ণতা লাভ করে ।
ভাই ফোঁটার অনুষ্ঠানটি সম্পূর্ণ পারিবারিক সৌহাদ্য ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে। ভাইয়ের সকল বাঁধা বিঘ্ন কেটে যাক, ভাইয়ের জন্য বোনেরা যতদূত (মৃত্যু)’র দুয়ারে কাঁটা বিছিয়ে ভাইদের জন্য সাফল্য কামনা করেন। ঘরে ঘরে ভাইদের রক্ষায় বোনদের এই আকুল কামনা, এই সুন্দর পারিবারিক প্রথার মধ্যে এমন ভাবে গেঁথে আছে যা ভাই ফোঁটা প্রথাটিকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে
পারিবারিক এ অনুষ্ঠানটিতে কোন ধর্মীয় শ্লোক বা ধর্মীয় আভারন নেই। সম্পূর্ণ অনুষ্ঠানটি ভাইদের প্রতি বোনদের ভালবাসার বহিঃপ্রকাশ। ভাই ফোঁটার আবেদনে ভাইয়ের প্রতি বোনদের আন্তরিত ভালবাসার পূর্ণতা লাভ করে ।
ভাই ফোঁটার অনুষ্ঠানটি সম্পূর্ণ পারিবারিক সৌহাদ্য ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে। ভাইয়ের সকল বাঁধা বিঘ্ন কেটে যাক, ভাইয়ের জন্য বোনেরা যতদূত (মৃত্যু)’র দুয়ারে কাঁটা বিছিয়ে ভাইদের জন্য সাফল্য কামনা করেন। ঘরে ঘরে ভাইদের রক্ষায় বোনদের এই আকুল কামনা, এই সুন্দর পারিবারিক প্রথার মধ্যে এমন ভাবে গেঁথে আছে যা ভাই ফোঁটা প্রথাটিকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন