সোমবার, ৫ নভেম্বর, ২০১২

নিমন্ত্রণ করেন হিন্দু হওয়ার

আপনাকে যদি কেউ 100 বার দাত্তয়াত দেয় ...... আর আপনি যদি থাকে একটিবারত্ত নিমন্ত্রণ না করেন ... তবে কি আপনার মান-সম্মান থাকবে ...? আপনার ব্যক্তিত্ব বলে কিছু থাকবে ...? আপনি তো একজন অকৃতজ্ঞ হয়ে যাবেন। আপনি তো ঋণি থাকবেন !! কাজেই আপনাকে অবশ্যই আপনার মান-সম্মান রক্ষা করতে হবে, ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। আপনি অবশ্যই তাকে নিমন্ত্রণ করবেন।

বি:দ্র: এমন কোন হিন্দু ছেলে-মেয়ে আছে বলে মনে হয় না .... যারা কমপক্ষে 100 বার ........... দাত্তয়াতের (ধর্মান্তরের) শিকার হয় নি। কাজেই আমাদেরকেত্ত নিমন্ত্রণ করতে শিখতে হবে, নিমন্ত্রণ করতে হবে। নতুবা আমার যে ঋণি থেকে যাব !!!!!!!!!
 
— with Pintù Dhar.   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন