যশোরে সনাতন বিদ্যার্থী সংসদের মানববন্ধন
কাগজ সংবাদ॥ চট্টগ্রাম ও কক্সবাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে
মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি এমএম কলেজ সনাতন বিদ্যার্থী সংসদ। বুধবার সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনকালে শিক্ষার্থীরা মুখে কালো কাপড়
বেঁধে ও বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,
সংগঠনের উপদেষ্টা অনিক দাস, আহ্বায়ক মিন্টু ভদ্র, সদস্য সচিব আশীষ বিশ্বাস,
সদস্য শ্যামল দেবনাথ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন