হিন্দু
মা-বাবারা তাদের সন্তানদের শুধু একাডেমিক শিক্ষা প্রদান করেন। ধর্মীয়
শিক্ষা নিয়ে একেবারেই ভাবেন না। হ্যা, একাডেমিক শিক্ষার অবশ্যই দরকার আছে।
একাডেমিক শিক্ষা তাদের ছেলে-মেয়েকে একটা ভাল চাকরী দিতে পারবে, ডাক্তার
বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধর্মীয় শিক্ষা না দেয়ার
ফলে ... তারা নিজ ধর্ম সম্পর্কে কিছুই জানতে পারে না, সহজেই অসৎ লোকদের
দ্বারা ভুল পথে চালিত হয় এবং মেয়ে গুলো হয় ধর্মান্তরিত। তখন ... মা-বাবা-কে
বাকী জীবনটা চোখের জল ফেলে ফেলে কাটিয়ে দিতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন