শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

বাংলাদেশী হিন্দু বিশিষ্ট ব্যা্ক্তিত্ব ।

রাজনীতিবিদ

  • সুরঞ্জিত সেনগুপ্ত(সাংসদ,আওয়ামী লীগ)
  • নারায়ণ চন্দ্র চন্দ (সাংসদ, আওয়ামী লীগ)
  • সুধাংশু শেখর হালদার (প্রয়াত) (আওয়ামী লীগ)
  • সতীশ চন্দ্র রায় (প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ)
  • পঞ্চানন বিশ্বাস (প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ)
  • গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি)
  • গৌতম চক্রবর্তী (বিএনপি)
  • গৌতম কুমার মিত্র (বিএনপি)
  • নিতাই রায় (বিএনপি, পূর্বে জাতীয় পার্টি)
  • মনোরঞ্জন শীল গোপাল (জাতীয় পার্টি)
  • বিমল বিশ্বাস (ওয়ার্কার্স পার্টি)
  • পঙ্কজ নাথ (আওয়ামী লীগ)
  • সুজিত রায়নন্দী (আওয়ামী লীগ)
  • ননী গোপাল মণ্ডল (সাংসদ , আওয়ামী লীগ)
  • বীরেন শিকদার (সাংসদ , আওয়ামী লীগ)
  • মুকুল বসু (আওয়ামী লীগ, প্রাক্তন সচিব)
  • অসীম কুমার উকিল (আওয়ামী লীগ)
  • নেপাল কৃষ্ণ দাস (বিকল্প ধারা, পূর্বে হিন্দু লীগ)
  • রঞ্জিত কুমার ঘোষ (সাংসদ , আওয়ামী লীগ)
  • ধীরেন্দ্র নাথ সাহা (বিএনপি, পূর্বে আওয়ামী লীগ)

প্রতিদিন  হিন্দু ধর্ম  সম্পর্কে নানা বিষয়  জনার জন্য এই  সাইটে চোখ রাখুন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন